দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তায় বাংলাদেশ পুলিশের ভূমিকা সবসময়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেকোনো জাতীয় অনুষ্ঠান আয়োজন, র্যালী, সাংস্কৃতিক বা সামাজিক উৎসব/অনুষ্ঠান উদযাপনে পুলিশের সদস্যরা দিন-রাত নিরলস পরিশ্রমের মাধ্যমে জনমানুষের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ প্রচেষ্টা বজায় রাখেন। সাম্প্রতিক সময়ে শারদীয় দুর্গাপূজায় পুলিশের ভূমিকা সর্বত্র সমাদৃত হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে নব উদ্যমে পুলিশ অত্যন্ত পেশাদারিত্বের সাথে রাষ্ট্রের সকল অগ্রযাত্রায় সারথী হওয়ার চেষ্টা করছে। এই আন্তরিক প্রচেষ্টার মধ্যেও সম্প্রতি নরসিংদী, সিলেট, বগুড়া ও ফেনী জেলায় কিছু উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক কর্তব্যরত পুলিশের ওপর বে-আইনি আক্রমণের ঘটনা বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের দৃষ্টিগোচর হয়েছে, যা গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। গত ৪ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দে নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযানকালে অতিরিক্ত পুলিশ সুপারের উপর আক্রমণ এবং বগুড়ার শিবগঞ্জে নিষিদ্ধ সংগঠনের সদস্যকে গ্রেফতারের সময় অতর্কিত হামলা চালিয়ে হাতকড়াসহ...