জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। ৩০-২৭ ভোটে জাপানকে পরাজিত করে এই সম্মানজনক পদে নির্বাচিত হয় বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানান। তার স্ট্যাটাস অনুযায়ী, এই নির্বাচনে প্রাথমিকভাবে দক্ষিণ কোরিয়া ও ভারতও প্রার্থী ছিল, তবে শেষ পর্যায়ে তারা নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নেয়। আরও পড়ুনদেশে ইউনেস্কোর স্বীকৃত ৩ ঐতিহ্যআরও নতুন স্থানকে বিশ্ব ঐতিহ্য তালিকায় যুক্ত করলো ইউনেস্কো ইউনেস্কোর সাধারণ সম্মেলনের ৪৩তম অধিবেশন শুরু হবে আগামী ৩০ অক্টোবর উজবেকিস্তানের সামারকান্দ শহরের সিল্ক রোড কনফারেন্স সেন্টারে, যা চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। বাংলাদেশের...