চার নতুন মুখ নিয়ে বাংলাদেশের টেস্ট খেলতে আসছে আয়ারল্যান্ড। সবশেষ তিন টেস্টে জয় পাওয়া দলটিতে আছেন দেশের হয়ে এখনও এই সংস্করণে কোনো ম্যাচ না খেলা আরও একজন। ক্রিকেট আয়ারল্যান্ড মঙ্গলবার আসন্ন সফরের জন্য ১৫ সদস্যের পৃথক টেস্ট ও টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে। বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত একটি টেস্টই খেলেছে আয়ারল্যান্ড, ২০২৩ সালের এপ্রিলে। ৭ উইকেটে হেরে যাওয়া সেই দলের সাত জন আছেন এবারের সফরে। দলে চার নতুন মুখ চ্যাড কারমাইকেল, লিয়াম ম্যাককার্থি, জর্ডান নিল ও স্টিভেন ডোহেনি। একাধিকবার স্কোয়াডে থাকলেও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি লেগ স্পিনার গ্যাভিন হোয়ে। হাঁটুর চোট থেকে সেরে উঠে দলে ফিরেছেন মার্ক অ্যাডায়ার। তবে তিনি কেবল টি-টোয়েন্টি সিরিজেই খেলবেন। এই সংস্করণে ফিরেছেন আরেক পেসার জশ লিটলও। এবারের সফরে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে আয়ারল্যান্ড।...