আসামের গৌহাটিতে নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস হেরে আগে ব্যাট করে বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারের দুই বল বাকি থাকতে অলআউট হয় ১৭৮ রানে। টপ অর্ডার ব্যাটারদের দারুণ ব্যাটিংয়ে পাকিস্তান নারী দলকে সহজেই হারিয়েছিল বাংলাদেশ নারী দল। তবে ইংল্যান্ডের বোলিংয়ের বিপক্ষে সুবিধা করতে পারলেন না স্বর্ণা, ঋতু, নিগার সুলতানারা। দলীয় একশোর আগেই ৫ উইকেট হারায় বাংলাদেশ। দলের ব্যাটিং ব্যর্থতার দিনে এক প্রান্ত আগলে ফিফটি পেয়েছেন সুবহানা মোশতারি। শেষদিকে ঝড়ো ৪৩ রান করেছেন রাবেয়া খান। রাবেয়া ৬ চার ও ১ ছক্কায় ২৭ বলে অপরাজিত ৪৩ করেন। বাংলাদেশের ইনিংসের একমাত্র ছক্কাটিও হাঁকান রাবেয়া খান। সোবহানা ১০৮ বলে খেলে...