ইসলামী আন্দোলন বাংলাদেশে মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমাদ বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আগামী ১০ অক্টোবর ঢাকায় গণমিছিল হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশে মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমাদ বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আগামী ১০ অক্টোবর ঢাকায় গণমিছিল হবে। জুলাইয়ের প্রত্যাশা পূরণে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারের কাজ আশানুরূপ হয় নাই। সংস্কার যেসব প্রস্তাব গ্রহণ করা হয়েছে তার আইনীভিত্তি নিশ্চিত করা যায় নাই। আবার মৌলিক সংস্কারের অনেকগুলোতে নোট অব ডিসেন্ট দিয়ে বাতিলযোগ্য করে রাখা হয়েছে। এমন বাস্তবতায় পিআর পদ্ধতিই জুলাই এর প্রত্যাশা পূরণে একমাত্র উপায়। পিআর পদ্ধতিতে নির্বাচন আদায়ের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ শেষ দিন পর্যন্ত লড়াই করে যাবে ইনশাআল্লাহ। আজ মঙ্গলবার (৭ অক্টোবর) ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির নিয়মিত বৈঠকে তিনি এসব কথা বলেন। মাওলানা ইউনুস আহমাদ বলেন, আজকে আবরার ফাহাদের শাহাদাৎ বার্ষিক। যে...