রাবেয়া বসরির বাবার নাম ইসমাইল। তিনি ছিলেন বনু আদাওয়াহ গোত্রের সন্তান। তিনি ৭১৭ খ্রিস্টাব্দে (তার জন্মতারিখ নিয়ে মতান্তর রয়েছে) বসরায় জন্মগ্রহণ করেন। বসরার দিকে সম্পৃক্ত করে তাকে ‘রাবেয়া বসরী’ এবং বনু আদাওয়াহ গোত্রের দিকে সম্পৃক্ত করে তাকে ‘রাবেয়া আদাওয়িয়া’ও বলা হয়। তার নাম ‘রাবেয়া’ (অর্থাৎ চতুর্থ) রাখা হয়েছিল কারণ তিনি তার বোনদের মধ্যে চতুর্থ ছিলেন। রাবেয়া অত্যন্ত দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন এবং দশ বছর বয়সের আগেই তার বাবাকে হারান। এর কিছুদিন পর তার মাও মারা যান।বাবা-মায়ের মৃত্যুর পর রাবেয়া বসরী এবং তার বোনেরা চরম দারিদ্র্যের মধ্যে পড়েন। তাদের বাবা-মা কেবল একটি নৌকা রেখে গিয়েছিলেন যা দিয়ে লোক পারাপার করে কিছু অর্থ আয় করা যেত। রাবেয়া তার বাবা-মায়ের মৃত্যুর পর সেই নৌকা চালিয়ে নিজের এবং তার বোনদের ভরণপোষণের চেষ্টা করেন। সেই...