জাতিকে সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য নারী নেত্রীদের সহযোগিতা চাইলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন বিশেষজ্ঞ ও নারী নেত্রীদের সঙ্গে আয়োজিত সংলাপে এ সহযোগিতা চান সিইসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন বিশেষজ্ঞ ও নারী নেত্রীদের সঙ্গে এ সংলাপের আয়োজন করে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সংলাপে অন্য চার নির্বাচন কমিশনারসহ সংস্থাটির কর্মকর্তারা ও নারী নেত্রীরা অংশ নেন। সভাপতির বক্তব্যে সিইসি বলেন, ভোটের সময় তো গাড়ি বন্ধ থাকে। এটা আমি তো ওভাবে চিন্তা করিনি। এখন এ ফিজিক্যালি ডিজেবল যারা, নির্বাচনের দিন তারা যাতে কমফোর্টলি আসা-যাওয়া করতে পারে, এগুলো আমাদের পক্ষ থেকে করা সম্ভব। মানে গ্রাউন্ড ফ্লোরে যাতে ভোটকেন্দ্র হয়।...