এ বছরের ডিসেম্বরেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন করতে চায় ক্রিকেট বোর্ড। বিসিবির নবনির্বাচিত পরিচালক শাহনিয়ান তানিম বলেছেন, এই আয়োজন একটি বড় চ্যালেঞ্জ হলেও তিনি সেই দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত। মঙ্গলবার বোর্ডের প্রথম সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘একটা ফ্র্যাঞ্চাইজি হিসেবে বর্তমানে এটা খুবই কঠিন। যেহেতু পুরনো টিম এবার নতুন করে প্রস্তুত হচ্ছে আমাদের সাথে আসার জন্য। আমরা একটার পর একটা টিমের সঙ্গে কথা বলেছি এবং যা যা করার সেটা করে রেখেছি। ’ তিনি আরও বলেন, ‘নতুন যে টিম আসবে বা যারা কাজ করবে, তাদের জন্যও এটা সম্ভব হবে যদি বোর্ডের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা যায়। বোর্ড যদি সব দিক থেকে সহযোগিতা করে, তাহলে ভালো ফলাফল পাওয়া যাবে। ’ দায়িত্ব ও চ্যালেঞ্জের বিষয়ে শাহনিয়ান বলেন, 'আমার কাছে...