চট্টগ্রামে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি হয়। এ সময় সাংবাদিক নেতারা, এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। ৫ অক্টোবর চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সেলিমপুর এলাকায় সংবাদ সংগ্রহের সময় স্থানীয় সন্ত্রাসী শুক্কুরের নেতৃত্বে একদল লোক বেসরকারি ‘এখন’ টেলিভিশনের ব্যুরো প্রধান হোসাইন জিহাদ ও ক্যামেরাপারসন পারভেজের উপর হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন। হামলাকারীরা এ সময় ক্যামেরা ভাঙচুর ও সরঞ্জাম ছিনিয়ে নেয়। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক এবং সঞ্চালনা করেন কুমিল্লা সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি ওমর ফারুক তাপস। বক্তব্য দেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী, জ্যেষ্ঠ সাংবাদিক খায়রুল আহসান মানিক, ‘এখন’ টিভির...