লক্ষ্মীপুরের রায়পুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দেলোয়ার হোসেন (৬৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। এতে তার শরীরে জখমসহ বাম হাতের মাংস বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতাল থেকে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকালে (৭ অক্টোবর) রায়পুর উপজেলার দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উদমারা গ্রামের নওয়াব আলী হাজি বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতের বড় মেয়ে নাজমা বেগম বাদী হয়ে দুপুরেই তিনজনকে আসামি করে রায়পুর থানায় মামলা করেছেন। মামলার এজাহারে জানা গেছে, অসুস্থ দেলোয়ার হোসেনের সঙ্গে একই এলাকার মামুন হোসেনের জমি নিয়ে বিরোধ চলছে। এ বিরোধের জেরে মঙ্গলবার সকালে কয়েকটি হাঁস ও মুরগি তাদের বাড়ির উঠানে গেলে দেলোয়ার হোসেনের পরিবারকে গালমন্দ করে মামুনের পরিবার। এ সময় মামুনের পরিবারকে গালমন্দ করতে নিষেধ...