ফ্যাসিবাদের দোসররা হাজার কোটি টাকা ব্যয় করে বিভিন্ন মূর্তি ও ভাস্কর্য বানালেও কেউ প্রতিবাদ করেনি মন্তব্য করে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘অথচ আবরার ফাহাদ স্মরণে মাত্র ৩৯ লাখ টাকায় আট স্তম্ভ নির্মাণে অনেকের গাত্রদাহ হচ্ছে, নানা সমালোচনা হচ্ছে।’ এ সমালোচনার পেছনে গভীর ষড়যন্ত্র আছে বলে মন্তব্য করেন তিনি। মঙ্গলবার আবরার ফাহাদের ষষ্ঠ শাহাদাত বার্ষিকীতে আগ্রাসনবিরোধী আট স্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। ছয় বছর আগে আজকের দিনে বুয়েটের শেরেবাংলা হলে নির্মমভাবে নির্যাতিত হয়ে নিহত হন আবরার ফাহাদ। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠার পরই ছাত্রলীগের হাতে প্রাণ হারান এই মেধাবী শিক্ষার্থী। তার সেই দেশপ্রেম আর প্রতিবাদী চেতনা ধরে রাখতে বিকেলে উদ্বোধন হলো আগ্রাসনবিরোধী আট স্তম্ভ। পলাশীর চত্বরে এই আট স্তম্ভের উদ্বোধন করেন শহীদ আবরার ফাহাদের বাবা বরকত...