আগেই বলেছি ইস্তাম্বুলে বাংলাদেশী ছাত্রদের ইন্ডিয়ান সাবকন্টিনান্টাল স্টাডিজ নামে একটি গবেষণা সংস্থা গঠন করে (তুর্কী ভাষায় হাকামের) বাংলাদেশ, ভারত ও পাকস্তিানের স্বাধীনতা-সার্বভৌমত্বের ক্রমবিকাশ সামাজিক, সাংস্কৃতিক, আগেই বলেছি ইস্তাম্বুলে বাংলাদেশী ছাত্রদের ইন্ডিয়ান সাবকন্টিনান্টাল স্টাডিজ নামে একটি গবেষণা সংস্থা গঠন করে (তুর্কী ভাষায় হাকামের) বাংলাদেশ, ভারত ও পাকস্তিানের স্বাধীনতা-সার্বভৌমত্বের ক্রমবিকাশ সামাজিক, সাংস্কৃতিক, অভ্যন্তরীণ রাজনীতি ও অর্থনীতির ক্ষেত্রে বিকাশমান ধারা এবং দক্ষিণ এশিয়া অঞ্চলে তাদের পারস্পরিক সহযোগিতা প্রভৃতি বিষয়ে অগ্রাধিকারভিত্তিক বেশ কিছু কাজে হাত দিয়েছে। ইসলামী মূল্যবোধ ও আধুনিক জ্ঞান-বিজ্ঞানে সমৃদ্ধ তরুণ প্রজন্মের আমাদের এ সন্তানরা শিকড় সন্ধান করছেন এবং আদর্শ ও ঐতিহ্যকে সমুন্নত করার লক্ষ্যে গুঢ় সত্যগুলোর নির্মোহ আলোচনা-পর্যালোচনার উদ্যোগ নিয়েছেন দেখে বুকটা ফুলে উঠলো। তারা আমার কাছ থেকে একাত্তরের মুক্তিযুদ্ধ, জামায়াত ও ইসলামপন্থী দলগুলোর তৎকালীন ভূমিকা এবং রাজাকার, আলবদর প্রসঙ্গটি সম্পর্কে...