টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন নির্মাণ শ্রমিকের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে কালিহাতী-জামালপুর মহাসড়কে উপজেলার বাংড়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান এলাঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মো. শরিফ। নিহতরা হলেন- কালিহাতী উপজেলার কোনাবাড়ী এলাকার জহের আলী (৪৫) ও বানিয়াফৈর এলাকার মুক্তার আলী (৪২) এবং একই গ্রামের সলিমুদ্দিনের ছেলে ফজল (৬০)। আহতরা হলেন- বানিয়াফৈর এলাকার করিমের ছেলে উজ্জ্বল (৩০), ফজল (৫০), জয়নাল আবেদীনের ছেলে মফিজ (৪৫) এবং খলিলের ছেলে সোলাইমান (২২)। বাকিদের নাম-পরিচয় পাওয়া যায়নি। নির্মাণ শ্রমিক কালাম মিয়া বলেন, তারা উপজেলার ঘুনি সালেংকা এলাকায় ঢালাইয়ের কাজ শেষ করে পিকআপ ভ্যানে করে এলেঙ্গার দিকে ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ...