চ্যাটজিপিটির জন্য নতুন একটি ফিচার চালু করেছে ওপেন এআই। নতুন ফিচারের মাধ্যমে চ্যাটজিপিটি এখন স্পটিফাই, বুকিং.কম-এর মতো দৈনন্দিন অ্যাপের সঙ্গে সরাসরি কাজ করতে পারবে। ওপেন এআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান কোম্পানির বার্ষিক ‘ডেভেলপার ডে’ অনুষ্ঠানে উৎসাহী ডেভেলপারদের সামনে এই নতুন টুল ঘোষণা করেন। সোমবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। নতুন ফিচার চ্যাটজিপিটিকে বিভিন্ন অ্যাপের সঙ্গে যুক্ত হতে সহায়তা করবে। এর মাধ্যমে ব্যবহারকারী মিউজিক বাছাই, রিয়েল এস্টেট খোঁজা, হোটেল ও ফ্লাইট বুকিং দিতে পারবে। প্রাথমিক অংশীদার হিসেবে সোমবার থেকে বুকিং. কম, ক্যানভা, কোর্সেরা, ফিগমা, এক্সপিডিয়া, স্পটিফাই ও জিলো চ্যাটজিপিটির সঙ্গে কাজ শুরু করেছে। প্রতিষ্ঠানগুলো এই মুহূর্তে যেসব মার্কেটে দিচ্ছে, সেখানে এই ফিচার ব্যবহার চালু করা হয়েছে। বছরের শেষের দিকে আরও কয়েকটি অংশীদার যেমন উবার, অলট্রেইলস এবং...