বেনাপোল প্রতিনিধি:বেনাপোল চেকপোষ্ট কাস্টমস স্পট ট্যাক্স না নেওয়ার কারনে সরকার হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী ল্যাগেজ ব্যবসার ক্ষেত্রে নিয়ম আছে স্পট ট্যাক্স নেওয়ার। এসব নিয়ম কানুন না মেনে পাসপোর্ট যাত্রীদের আনিত পণ্য সামগ্রী আটক করে বছরের পর বছর ফেলে রাখায় সরকার রাজস্ব হারাচ্ছে। কারন যেসব পণ্য কাস্টমস রেখে দিয়ে স্লিপ ধরিয়ে দিচ্ছে সে সব পণ্য কাস্টমস হাউসে বছর শেষ হলেও পৌছানো হচ্ছে না। আর এসব পণ্যর জরিমানা নিচ্ছে ৩০০%। সুত্র মতে প্রতিদিন এ পথে আগে পাসপোর্ট যাত্রী যাতায়াত হতো প্রায় ১০ হাজার। বর্তমানে কাস্টমস এর হয়রানি ও ভারতীয় ভিসা জটিলতার কারনে যাত্রী সংখ্যা নামতে নামতে মাত্র ১ থেকে দেড় হাজার যাত্রী যাতায়াত করছে। যেখানে আগে রাজস্ব আয় হতো কোটি টাকার উপরে সেখানে এখন আয় হয় মাত্র ১০...