০৭ অক্টোবর ২০২৫, ০৭:২১ পিএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ০৭:২১ পিএম সমর্থকরা প্রতিবাদ জানালেও শেষ পর্যন্ত অনিচ্ছা সত্ত্বেও স্প্যানিশ লা লিগা ও ইতালিয়ান সিরি-এ লিগের ম্যাচ যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় খেলার অনুমতি দিয়েছে ইউরোপীয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা। এ প্রসঙ্গে উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিন এক বিবৃতিতে বলেছেন, ‘যদিও এই দুটি খেলাকে এগিয়ে যেতে দেওয়া দুঃখজনক, এই সিদ্ধান্ত ব্যতিক্রমী এবং এটিকে নজির স্থাপন হিসেবে দেখা হবে না।’ সিদ্ধান্ত অনুযায়ী ডিসেম্বরের শেষে ফ্লোরিডার মিয়ামিতে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা বনাম ভিয়ারিয়ালের ম্যাচটি আয়োজনের অনুমতি দিয়েছে উয়েফা। অন্যদিকে এসি মিলান ও কোমোর বিপক্ষে সিরি-এ লিগের ম্যাচটি আগামী ৮ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিত হবে। মিলানের সান সিরো স্টেডিয়ামে শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের কারণে সিরি-এ উয়েফার কাছে ম্যাচটি সরিয়ে নেবার অনুরোধ জানিয়েছিল। কিন্তু বিষয়টি মোটেই ভাল চোখে...