বগুড়ার শেরপুর উপজেলায় আদিবাসী কমিউনিটির জীবনমান উন্নয়নের লক্ষ্যে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে গরু, ছাগলসহ বিভিন্ন সহায়তা প্রদান করা হয়েছে। সাপ্তাহিক বিজয় বাংলা পত্রিকার সম্পাদক ও দৈনিক করতোয়া পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক আকরাম হোসাইন প্রধান অতিথির বক্তব্যে বলেন, আদিবাসী জনগোষ্ঠী আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের উন্নয়ন ও স্বনির্ভরতা নিশ্চিত করতে সমাজের প্রতিটি মানুষের সচেতন হওয়া জরুরি। এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।মঙ্গলবার বিকেল ৫টায় মির্জাপুর ইউনিয়নের দড়িমুকুন্দ এলাকায় এসআইডিপির নিজস্ব কার্যালয়ে এ সহায়তা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মাঠ সমন্বয়কারী আব্দুল খালেক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক আকরাম হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক শাহীন আলম, মাথাইল চাপর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শ্রী আশু মাস্টার, সংস্থার মাঠ সমন্বয়কারী সুলতান মাহমুদ ও মামুনুর রশিদ, সমাজকর্মী শ্রী...