নরসিংদী, বগুড়া, সিলেট ও ফেনীতে পুলিশের ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। এসব ঘটনাকে পরিকল্পিত ও মনোবল ভাঙার অপচেষ্টা হিসেবে উল্লেখ করে ভবিষ্যতে আরও কঠোর অবস্থানে যাওয়ার কথা জানিয়েছে সংগঠনটি। মঙ্গলবার পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ড. মো. নাজমুল করিম খান ও সাধারণ সম্পাদক মো. আনিসুজ্জামান পিপিএম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ অক্টোবর নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযানে অতিরিক্ত পুলিশ সুপারের ওপর হামলা চালানো হয়। একই দিন বগুড়ার শিবগঞ্জে নিষিদ্ধ সংগঠনের এক সদস্যকে গ্রেপ্তারের সময় হাতকড়াসহ আসামি ছিনিয়ে নেওয়া হয়। এতে আহত হন তিন পুলিশ সদস্য। পরদিন ৫ অক্টোবর সিলেটের কোম্পানীগঞ্জে নিয়মিত চেকপোস্টে ট্রাক শ্রমিকদের হামলায় আরও পাঁচ পুলিশ সদস্য আহত হন। আজ (মঙ্গলবার) ৭ অক্টোবর ফেনীর সোনাগাজী থানায় পুলিশ সদস্যদের...