শিক্ষকদের ‘মানুষ গড়ার কারিগর’ হিসেবে আখ্যায়িত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য শিক্ষকদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা জরুরি। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এক শিক্ষকদের সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই বক্তব্য দেন। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট এ মহাসমাবেশের আয়োজন করে। তারেক রহমান বলেন, “রাষ্ট্রের উন্নয়ন নির্ভর করে জ্ঞান ও গবেষণার বিস্তারের ওপর। আর শিক্ষকগণই হচ্ছেন সেই ভিত্তি নির্মাতারা। তাই শিক্ষক সমাজকে অবমূল্যায়ন করলে জাতি কখনোই শক্ত ভিত্তিতে দাঁড়াতে পারে না।” তিনি জানান, বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষাব্যবস্থা সংস্কারের জন্য একটি ‘শিক্ষা সংস্কার কমিশন’ গঠন করা হবে। একই সঙ্গে শিক্ষকদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। তারেক রহমান বলেন, “আজকের বিশ্ব...