০৭ অক্টোবর ২০২৫, ০৭:৪৯ পিএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ০৭:৪৯ পিএম প্রশ্ন : আমার প্রশ্নটি হলো-শহরের বিভিন্ন বাথরুম বা পায়খানায় টয়লেট পেপার রাখার জন্য নির্দিষ্ট কোনো ঝুড়ি থাকে না। এক্ষেত্রে ময়লার মধ্যে টয়লেট পেপার ফেলে দেওয়া কতটুকু জায়েয? উত্তর : নাপাক টয়লেট পেপার ময়লায় ফেলতে অসুবিধা নেই। পয়ঃনিষ্কাকশনে কোনোরূপ বাধা হওয়ার সম্ভাবনা থাকলে টিস্যু, ঢিলা কুলুপ আলাদা বাস্কেটে রাখতে হয়। যদি টয়লেটের লাইনে কোনো সমস্যার সম্ভাবনা না থাকে, তাহলে এসব ভেতরে ফেলতে মানা নেই। উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ। ভারতের মদদে পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসী গোষ্ঠী শান্তিশৃঙ্খলা বিনষ্ট করছে আধিপত্য প্রতিরোধ আন্দোলন রেপসিড ফুল যেভাবে চীনের প্রায় হাজার কোটি ইউয়ানের শিল্পে ‘প্রস্ফুটিত’ হল পলাতক পুলিশ কর্মকর্তা-রাজনৈতিক নেতা:...