রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ এবং সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনকে ঘিরে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবির মনোনীত প্যানেল আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে। ছাত্রশিবিরের দাবি, ছাত্রদল অর্থ ছড়িয়ে ভোটারদের প্রভাবিত করছে। অন্যদিকে, ছাত্রদলের অভিযোগ, শিবির উপহার এবং খাবার বিতরণ করে নির্বাচনী পরিবেশ নষ্ট করছে।মঙ্গলবার দুপুর ১টায় ছাত্রশিবির মনোনীত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেল নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত অভিযোগ জমা দেয়। পরে বিকেল সাড়ে ৪টায় ছাত্রদল মনোনীত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেল পাল্টা অভিযোগ দাখিল করে।অভিযোগপত্রে ছাত্রদল মনোনীত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের নেতারা বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থীজোট’ প্যানেলের প্রার্থী ও তাদের পৃষ্ঠপোষকতায় তাদের সমর্থকরা বিভিন্ন হল ও বিভাগে ভোটারদের খাবার উপহার ও বিশেষ উপহার প্রদান করছে যা নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ডকে বিনষ্ট...