ঢাকা শহরসহ সারাদেশে রাস্তাঘাট ও অলিগলিতে কুকুরের সংখ্যা ক্রমবর্ধমান। এর ফলে হঠাৎ কুকুরের আক্রমণের শিকার হওয়া বেশ সাধারণ ঘটনা। চিকিৎসকরা সতর্ক করে বলেন, কুকুরের কামড়ে দেরি করলে মারাত্মক ঝুঁকি তৈরি হতে পারে। বিশেষ করে যদি প্রথমে সঠিক ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে সংক্রমণ ছড়িয়ে যেতে পারে এবং টিস্যুর ক্ষয় হতে পারে। এমনকি র্যাবিসের মত প্রাণঘাতী রোগও দেখা দিতে পারে। চিকিৎসকদের মতে, কামড়ানোর পর প্রথম ১৫ মিনিটই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সময় নেওয়া পদক্ষেপ গুরুতর জটিলতা এড়াতে সাহায্য করে। রক্তপাত নিয়ন্ত্রণ: প্রচুর রক্তপাত হলে পরিষ্কার কাপড় বা ব্যান্ডেজ দিয়ে আলতো চাপ দিন। বেশি জোরে চাপ দিলে ব্যাকটেরিয়া আরও ভেতরে প্রবেশ করতে পারে। ক্ষত ধোয়া: কামড়ের জায়গায় কমপক্ষে ৫–১০ মিনিট ধরে পরিষ্কার পানি এবং হালকা সাবান দিয়ে ধুয়ে ফেলুন। চিকিৎসকরা এটিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ...