এবার আকাশে অপ্রতিরোধ্য সক্ষমতা অর্জনের পথে আরও এক ধাপ এগিয়ে গেল পাকিস্তান। এরই মধ্যে পাকিস্তান বিমানবাহিনীকে (পিএএফ) অপ্রতিরোধ্য ও অত্যাধুনিক এয়ার-টু-এয়ার মিসাইল সরবরাহের অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এআইএম-১২০ সিরিজের ক্ষেপণাস্ত্রগুলো যুদ্ধবিমান থেকে ছোড়া সম্ভব এবং এটি অনেকদূর পর্যন্ত পাইলটের সঙ্গে যোগাযোগ রাখতে সক্ষম। বিয়ন্ড ভিজ্যুয়াল রেঞ্জ বা বিভিআর সক্রিয় রাডার ব্যবহার করে এটি নিখুঁতভাবে লক্ষ্যবস্তুকে ধ্বংস করে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, এটি দুই দেশের সামরিক সম্পর্ক পুনরুজ্জীবিত হওয়ার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে এটি। ওয়াশিংটনে প্রকাশিত সরকারি নথি অনুযায়ী, পাকিস্তান ২০৩০ সালের মধ্যে পাবে এআইএম-১২০ডি-৩ অ্যাডভান্সড মিডিয়াম রেঞ্জ মিসাইল (AMRAAMs)-যা এই সিরিজের সবচেয়ে উন্নত সংস্করণ। চুক্তির মোট মূল্য ২ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার, যা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ঠিকাদার রে’থিয়ন কোম্পানিকে দেওয়া হয়েছে। পাকিস্তান ছাড়াও তুরস্ক ও অন্যান্য মার্কিন...