দিনাজপুরের ফুলবাড়ীর হিমাগারে (ফুলবাড়ী ক্লোল্ড স্টোরেজ) ৫৫ কেজি ওজনের ১ লাখ ৪১ হাজার ৫৪৮ বস্তা আলু অবিক্রিত অবস্থায় পড়ে আছে। সরকার হিমাগার গেটে আলুর দাম প্রতি কেজি ২২ টাকা নির্ধারণ করলেও কৃষকরা পাচ্ছেন প্রকার ভেদে মাত্র ৮ থেকে ১০ টাকা। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গত আলু চাষ মৌসুমে উপজেলায় ১ হাজার ৮২৩ হেক্টর জমিতে বিভিন্ন জাতের আলু চাষ করা হয়েছিল। এতে উৎপাদন হয়েছিল ৪৫ হাজার ৫৭৫ মেট্রিক টন। দিনাজপুরের দক্ষিণ পূর্বাংশের ফুলবাড়ী, বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট এই পাঁচ উপজেলার একমাত্র কোল্ড স্টোরেজ হচ্ছে ফুলবাড়ী কোল্ড স্টোরেজ। এর ধারণ ক্ষমতা ১ লাখ ৮০ হাজার বস্তা (৫৫ কেজি ওজনের বস্তা)। জানা যায়, ফুলবাড়ী কোল্ড স্টোরেজে ১ লাখ ৪১ হাজার ৫৪৮ বস্তা আলু অবিক্রিত অবস্থায় কোল্ড স্টোরেজে পড়ে আছে।...