হামাস-ইসরায়েল যুদ্ধ বন্ধ বা অস্ত্রবিরতির বার্তা এলেও দুই বছরে আসেনি সমাধান। এই সময়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা গাজা উপত্যকা। ইসরায়েলও পারেনি সব জিম্মিদের মুক্ত করে আনতে। এদিকে যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনিদের পক্ষে বেড়েছে সমর্থন আর ইসরায়েলের বিরুদ্ধে উঠেছে গণহত্যাসহ যুদ্ধাপরাধের অভিযোগ। ইসরায়েল ও ফিলিস্তিন সংঘাতের ইতিহাস দীর্ঘ। ১৯৪৮ সালে প্রমিজ ল্যান্ড হিসেবে ইসরায়েল সৃষ্টির পরই শুরু হয় যুদ্ধ। ঘরবাড়ি থেকে জোর করে উচ্ছেদ করা হয় ৭ লাখের বেশি ফিলিস্তিনিকে। যাদের মধ্যে অনেকে পালিয়ে আশ্রয় নেয় প্রতিবেশী জর্ডান, সিরিয়া, লেবাননসহ আরব রাষ্ট্রগুলোতে। এখনও শরণার্থী হিসেবে বাস করছে সেখানে। তবে ইসরায়েলের দাবি, ফিলিস্তিনিদের জোর করে বিতাড়িত করা হয়নি। ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনিদের ওপর আবারও শুরু হয় ইসরায়েলি বর্বরতা। দুই বছরের যুদ্ধে গাজা উপত্যকা পরিণত হয় ধ্বংসস্তূপে। ভয়াবহ খাদ্য সংকট ও...