নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের জটিলতা ও বিশৃঙ্খলা দূর করে শেয়ারবাজারে সুশাসন ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বড় সংস্কার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সংস্থার চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ঘোষণা দিয়েছেন, বাজারের সব সিকিউরিটিজ আইন ও বিধিমালা একীভূত করে একটি সমন্বিত আইনি কাঠামো গঠন করা হচ্ছে। ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “বাজারের শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা ও বিনিয়োগকারীর স্বার্থরক্ষায় এই পদক্ষেপ হবে যুগান্তকারী।” বিএসইসি চেয়ারম্যান জানান, বাজারে আইন ও বিধির ছড়াছড়ি বিনিয়োগকারীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে। তাই কমিশন ১৯৬৯ সালের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স এবং ১৯৯৩ সালের বিএসইসি আইন—দুটি মূল আইন একত্র করার কাজ শুরু করেছে।এছাড়া সিকিউরিটিজ-সংক্রান্ত সব বিধিমালা ও নির্দেশিকা একত্র করে এক জায়গায় আনা হচ্ছে, যাতে বাজারে একটি স্বচ্ছ ও কার্যকর নিয়ন্ত্রক কাঠামো তৈরি হয়। এর ফলে বিনিয়োগকারীদের...