বিদ্যুৎ বিল বেশি আসছে? অথচ ব্যবহার তেমন বাড়েনি—এমন সমস্যায় ভোগেন অনেকেই। বিশেষজ্ঞরা বলছেন, এর পেছনে রয়েছে‘রিভার্স কারেন্ট’বাআর্থিং সংযোগের ত্রুটি, যা প্রায় ৯০% ব্যবহারকারী জানেনই না। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, একজন ভোক্তা তার ঘরের মিটার পরীক্ষা করেবিদ্যুৎ বিল বেশি আসার প্রকৃত কারণখুঁজে পেয়েছেন। তিনি জানান, মিটারে“E” সিম্বল বা চিহ্নটি লাফাচ্ছিল, যা নির্দেশ করেমিটার রিভার্স কারেন্ট নিচ্ছে—অর্থাৎ, বিদ্যুৎ উল্টো পথে প্রবাহিত হচ্ছে। “যখন মিটারের ‘E’ সিম্বলটা লাফায়, বুঝতে হবে বিল বেশি আসছে। আমি মেইন সুইচ বন্ধ করে দেখি, তবুও পালস দিচ্ছে। মানে বিদ্যুৎ ব্যবহার না করলেও মিটার চলছে।” পরীক্ষা করে দেখা যায়, ঘরেরআর্থিং রডের মাধ্যমে অন্য বাড়ির নিউট্রাল লাইন যুক্ত হয়ে গেছে, ফলে রিভার্স কারেন্ট তৈরি হচ্ছে। এতে মিটার ভুলভাবে বিদ্যুৎ ব্যবহারের হিসাব ধরছে এবং বিল বেড়ে...