নিজস্ব প্রতিবেদক: টানা দরপতনের বাজারেও কিছু কোম্পানি যেন নিজের ছন্দে অটুট। আজ (৭ অক্টোবর) সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষ হয়েছে পতনের মধ্য দিয়ে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৬.৬৩ পয়েন্ট কমে দাঁড়ায় ৫ হাজার ৩৭৭ পয়েন্টে। মোট ৪০১টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৫টির দর বেড়েছে, ২৮২টির দর কমেছে, আর ৩৪টির দর অপরিবর্তিত থেকেছে। তবে বাজারের এমন মন্দাবস্থাতেও ৭টি প্রতিষ্ঠান বিনিয়োগকারীদের নাগালের বাইরে চলে যায়। স্টকনাও-এর তথ্য অনুযায়ী, এসব প্রতিষ্ঠান হলো—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সেনা ইন্স্যুরেন্স, নর্দার্ন ইন্স্যুরেন্স, মেঘনা ইন্স্যুরেন্স, সোস্যাল ইসলামী ব্যাংক এবং ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড। এসব প্রতিষ্ঠানের শেয়ারে আজ ক্রেতা থাকলেও বিক্রেতা ছিল না, ফলে কোম্পানিগুলো ‘হল্টেড’ হয়ে যায়। বাজারে সবচেয়ে বেশি চাহিদা দেখা গেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শেয়ারে। ব্যাংকটির...