ফুটবল বিশ্বে আসছে এক যুগান্তকারী পরিবর্তন। ২০২৬ সাল থেকে আর থাকছে না সেপ্টেম্বর ও অক্টোবরের আলাদা আলাদা আন্তর্জাতিক বিরতি। ফিফা নতুন করে সাজিয়েছে পুরুষদের আন্তর্জাতিক ম্যাচ ক্যালেন্ডার, যেখানে এই দুই বিরতি একীভূত হয়ে তৈরি হবে তিন সপ্তাহব্যাপী একটিমাত্র ‘মেগা উইন্ডো’।এ পরিবর্তনের ফলে ক্লাব ফুটবলে একটানা তিন সপ্তাহ থাকবে বিরতি, সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের শুরু পর্যন্ত। তবে এতে আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা বাড়বে না—বরং একই চারটি ম্যাচ খেলতে পারবে প্রতিটি দেশ, কিন্তু একটানা সময়ের মধ্যে।২০২৩ সালের মার্চে অনুষ্ঠিত ফিফা কাউন্সিলের বৈঠকে গৃহীত এই সিদ্ধান্ত ২০২৬-৩০ মেয়াদের নতুন ক্যালেন্ডারে কার্যকর হবে।নতুন নিয়মে কী থাকছে‘রাজনৈতিক সংকট সমাধান ফিফার কাজ নয়’বর্তমানে সেপ্টেম্বর ও অক্টোবর—দুটি পৃথক দুই সপ্তাহের উইন্ডোতে আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়।নতুন নিয়মে দুটি উইন্ডো একত্র হয়ে তৈরি হবে একটি তিন সপ্তাহের আন্তর্জাতিক বিরতি।এই সময়ের...