দুটি আঞ্চলিক ও বিশ্বের শক্তিধর একটি দেশ বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ‘মতপ্রকাশ থেকে মৃত্যু: শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যাসিবাদের বিস্তার ও প্রতিরোধ’ শীর্ষক এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সালাহউদ্দিন আহমেদ। প্রভাব বিস্তারের চেষ্টারত দেশ তিনটির তিনটির নাম উল্লেখ করেননি তিনি। সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘দুটি আঞ্চলিক ও একটি বিশ্বশক্তি বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে। যারা দেশের রাজনীতিতে প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে, প্রত্যেকেরই রয়েছে নিজস্ব স্বার্থ।’ বিদেশি শক্তির স্বার্থের খেলায় মেতে না উঠে দেশের পক্ষে কাজ করতে সবাইকে আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী...