তবে তিওয়ারি একই সঙ্গে সতর্কও করেছেন, ‘গম্ভীর যদি আসন্ন বিশ্বকাপ পরিকল্পনায় রোহিত ও বিরাটকে বাদ দেন, সেটা হবে এক ভয়ংকর ভুল সিদ্ধান্ত। সাদা বলের ক্রিকেটে এই দুজনের মতো পারফর্মার খুব কমই আছে।’উল্লেখ্য, রোহিত শর্মা ও বিরাট কোহলি ইতিমধ্যে ভারতের অস্ট্রেলিয়া সফরের ওয়ানডে স্কোয়াডে রয়েছেন। যদিও নেতৃত্বভার এখন শুবমান...