মেয়েদের বিশ্বকাপে আজ গৌহাটিতে ইংল্যান্ডের বিপক্ষে শেষ পর্যন্ত ইনিংসে ২ বল বাকি থাকার সময়েই অলআউট হয়ে গেছে বাংলাদেশের মেয়েরা, রান তুলতে পেরেছে ১৭৮। এতটুকু নিশ্চিত, পাকিস্তানের বিপক্ষে মারুফা-স্বর্ণা-নাহিদারা যেমন বোলিং করেছেন, ব্যাটিং-শক্তিতে অনেক এগিয়ে থাকা ইংল্যান্ডের বিপক্ষে আজ জিততে গেলে তার চেয়েও অনেক ভালো, বিধ্বংসী বোলিং দরকার হবে বাংলাদেশের। তা দ্বিতীয় ইনিংসে কী হবে না হবে, সেটা তখন দেখা যাবে। আপাতত টস হেরে ব্যাটিং করতে হওয়ার পর যেমন ব্যাটিং করল বাংলাদেশ, সেটা অবাক না করে পারে না। প্রথম ৪০ ওভারই অনুচ্চারে ঘুমপাড়ানি মাসি-পিসির গান গেয়েছে বাংলাদেশের ব্যাটিং, তখন বাংলাদেশ অলআউট না হলেও রান ১৫০ পেরোবে কি না – এমন শঙ্কা জেগেছিল। শেষদিকে রাবেয়া খান ঝড় তুলেছেন বলেই বাংলাদেশের রানটা ১৫০ পেরিয়ে ১৮০-র কাছাকাছিই চলে গেল! এমন ঘুমপাড়ানি ব্যাটিংয়ের দিনে সুবহানা...