ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব দেওয়ার জন্য কর্মী বাছাই করার ক্ষেত্রে লোম বাছতে গিয়ে কম্বল উজাড় হওয়ার অবস্থা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। মঙ্গলবার (৭ অক্টোবর) নির্বাচন বিশেষজ্ঞদের নিয়ে আয়োজিত সংলাপে সিইসি এ মন্তব্য করেন। গত তিন জাতীয় নির্বাচনে ভোটের দায়িত্বে থাকা সবাইকে এবার বাদ না দেওয়ার যুক্তি তুলে ধরে তিনি এ প্রবাদবাক্যটি উচ্চারণ করেন। আরও পড়ুনসাবেকদের কাছে জালিয়াতির অভিজ্ঞতা শুনে গ্যাপস পূরণ করতে চান সিইসিসুন্দর নির্বাচন করতে চাই, এই ঢোলটা বাজিয়ে দেবেন রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত সংলাপে সভাপতির বক্তব্যে নাসির বলেন, ‘গত তিনটা নির্বাচনে যারা দায়িত্বে ছিলেন, তাদের নিয়ে সবাই তো সন্দেহ পোষণ করেন। তবে...