ফিফটি ছুয়েছেন সোবহানা (বায়ে) ঝড়ো ব্যাটিং করেছেন রাবেয়। মঙ্গলবার (৭ অক্টোবর) ভারতের গৌহাটিতে টস হেরে আগে ব্যাটিং পায় বাংলাদেশ। দুর্দান্ত বোলিং করে বাংলাদেশে চেপে ধরে ইংলিশ প্রমীলা বোলাররা। ১৭৯ রান করলেই জিততে পারবে তারা। আগের ম্যাচে ফিফটি করা রুবাইয়া হায়দার ঝিলিকের ব্যাট আজ হাসেনি। ৯ বল খেলে ৪ রানে আউট হয়েছেন তিনি। আরেক ওপেনার শারমিন আক্তার উড়ন্ত শুরুর পরও ইনিংস বড় করতে পারেননি। ৫২ বলে ৩০ রান করার পথে মেরেছে ৫টি চার। তিনি ফেরার পর দায়িত্ব নিতে ব্যর্থ হয়েছেন অধিনায়ক জ্যোতি। দুই বল খেলে রানের খাতা খুলতে পারেননি তিনি। এরপর বাংলাদেশের রানে ভাটা পড়ে। মাঝের ওভারগুলোতে ধীরগতির ব্যাটিং করেছে বাংলাদেশ। এক প্রান্তে সোবহানা মোশতারি উইকেট আগলে রাখলেও আরেক প্রান্তে ছিল ব্যাটারদের আসা-যাওয়ার মিছিল। স্বর্ণা আক্তার, ঋতু মণি, ফাহিমা খাতুন ও...