এসময় উপস্থিত ছিলেন ৬ নং টিকিকাটা ইউনিয়ন পরিষদের প্রশাসক নজরুল ইসলাম। তিনি বলেন, নিয়াজ মাখদুম ভাই ও আবু সালেহ ভাই একটি উদাহরণ তৈরি করেছেন। তাদের দায়বদ্ধতা আছে। এলাকা নিয়ে তারা ভাবেন। চাঁদা তুলে কাজ করে তারপর সেটি আবার ফেরত দেয়া-এটি একটি নৈতিকতা এবং সততা। তাই বলবো দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ। সবশেষে নজরুল ইসলাম বলেন, মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর কাইউম স্যারকে ধন্যবাদ তিনি আমার সকল অনুরোধ রেখেছেন। এই বাজারের বাথরুমের জন্য অর্থ বরাদ্দ দিয়েছেন, টলসেটের জন্য বরাদ্দ এসেছে। এসময় তরুণ সমাজ সেবক আবু সালেহ বলেন, আমরা যখন বলেছিলাম-টাকা ফেরত দিবো। তখন অনেকেই হাসাহাসি করেছিলেন। কেউ কেউ বলেছেন, ইউএনও স্যার যদি টাকা দেন-তা কেউ পাবে না। আজ টাকা ফেরত দিয়ে প্রমাণ করলাম-আমরা কাজের বেলায় কতটা সিরিয়াস। ডাচ-বাংলা...