হার্ট অ্যাটাক মানেই বুকব্যথা এ ধারণা এখনো অনেকের মনে গেঁথে আছে। কিন্তু চিকিৎসকদের মতে, হৃদরোগের প্রথম সংকেত অনেক সময় বুকের ব্যথা নয়, বরং এমন কিছু সূক্ষ্ম উপসর্গ যা আমরা সাধারণত অবহেলা করি। সিনিয়র কার্ডিয়োলজিস্ট ড. সঞ্জয় ভোজরাজ জানিয়েছেন, দীর্ঘস্থায়ী ক্লান্তি বা বিশ্রাম নেওয়ার পরও না কাটানো অবসাদই হতে পারে আসন্ন হার্ট অ্যাটাকের প্রাথমিক ইঙ্গিত। ড. ভোজরাজের ব্যাখ্যায়, যখন হৃদযন্ত্র সঠিকভাবে রক্ত পাম্প করতে ব্যর্থ হয়, তখন শরীর পর্যাপ্ত অক্সিজেন পায় না। এর ফলেই দেখা দেয় অস্বাভাবিক ক্লান্তি ও অবসাদ। অনেকেই এই ক্লান্তিকে বয়স, মানসিক চাপ বা ঘুমের ঘাটতির ফল হিসেবে ধরে নেন। কিন্তু পর্যাপ্ত বিশ্রাম বা জীবনযাপনের পরিবর্তনের পরও যদি এই ক্লান্তি না যায়, তবে তা দুর্বল বা অতিরিক্ত চাপগ্রস্ত হৃদয়ের ইঙ্গিত হতে পারে। তিনি বলেন, রক্তসঞ্চালনের ঘাটতি ও শরীরের...