বিশ্বকাপের বড় দলগুলোর বিপক্ষে খেলা সবসময়ই চ্যালেঞ্জ বাংলাদেশ নারী দলের জন্য। তবে ইংল্যান্ডের মতো পরাশক্তির বিপক্ষে আজ গৌহাটিতে তারা দেখাল লড়াইয়ের চিত্র। সোবহানা মোস্তারীর ধীরস্থির ব্যাটিংয়ে ভিত্তি গড়ে, শেষ দিকে রাবেয়া খানের আগুনে ইনিংসে ভর করে ১৭৮ রানে গুটিয়ে যায় টাইগ্রেসদের ইনিংস।বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ফিল্ডিং নেয় ইংল্যান্ড নারী দল। নতুন বলে বাংলাদেশের দুই ওপেনার রুবাইয়া হায়দার ঝিলিক ও শারমিন আক্তার সুপ্তা শুরুটা করেছিলেন আশাব্যঞ্জকভাবে। তিন ওভারেই স্কোরবোর্ডে উঠে ২১ রান। কিন্তু এরপরই ভাঙে ছন্দ। ৯ বলে ৪ রান করে ঝিলিক ফেরার পর পরের ওভারেই শূন্য হাতে সাজঘরে ফেরেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।এক প্রান্তে টিকে ছিলেন শারমিন, তবে তিনিও দলের ৫৯ রানে বিদায় নেন ৩০ রান করে। তখনই ক্রিজে স্থির হন সোবহানা মোস্তারী। একের পর এক সঙ্গী হারালেও...