৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষা-২০২৫ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া মাহফিল করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির। এটা নিয়ে বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে শাখা ছাত্রশিবির। বৃহস্পতিবার (৯ অক্টোবর) এশার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করবে তাঁরা। এ ব্যাপারে নেতৃবৃন্দ জনকণ্ঠকে জানিয়েছেন, বিসিএস পরীক্ষার্থীরা দেশের আগামী দিনের প্রশাসনের মূল শক্তি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে আমরা তাদের পাশে থাকতে চাই। সততা, দক্ষতা ও দেশপ্রেমের মাধ্যমে জাতির কল্যাণে কাজ করবে তাঁরাই। শিক্ষার্থীরা যেন সফলতার সঙ্গে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে, সে জন্যই এ উদ্যোগ। এ সম্পর্কে জবি শিবিরের সাংগঠনিক সম্পাদক মোঃ জাহেদ বলেন, "জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের পক্ষ থেকে আগামী ৯...