নিষিদ্ধ ছাত্রলীগের নির্যাতনে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদের স্মরণে রাজধানীর পলাশী মোড়ে আগ্রাসনবিরোধী আট স্তম্ভ উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার পলাশী মোড়ে ‘আবরার ফাহাদ স্মৃতি সংসদ’ আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানের মধ্য দিয়ে এটি উদ্বোধন করেন আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ।অনুষ্ঠানে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন, যুগ্ম সদস্যসচিব আকরাম হুসাইন, বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী, আবরার ফাহাদের ভাই আবরার ফাইয়াজ, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের ভিপি সাদিক কায়েম প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন গণতান্ত্রিক ছাত্রসংসদের সদস্যসচিব জাহিদ আহসান।উদ্বোধনের পর আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ বলেন, ‘আট স্তম্ভ তৈরি করায় আমি কৃতজ্ঞতা জানাই। আবরার ফাহাদ আধিপত্যবাদের বিরুদ্ধে শহীদ হয়েছেন। আমি আহবান...