দেশজুড়ে জমি বিক্রয় ব্যবস্থায় বড় পরিবর্তন এনেছে সরকার। এখন থেকে অংশীদারভিত্তিক বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত কোনো জমি আপোষ মীমাংসা ছাড়া বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে যতদিন পর্যন্ত জমির অংশীদাররা নিজেদের মধ্যে আনুষ্ঠানিক বন্টননামা দলিল সম্পন্ন না করবে, ততদিন পর্যন্ত কেউ এককভাবে সেই জমি বিক্রি করতে পারবে না। সরকারের এই সিদ্ধান্তের ফলে দেশের প্রতিটি জেলা, উপজেলা ও মৌজায় এই আইন কার্যকর করা হয়েছে। অর্থাৎ এখন থেকে কোনো ভূমি মালিক তার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি বিক্রি করতে চাইলে, প্রথমে তাকে অংশীদারদের সঙ্গে আপোষ মীমাংসার ভিত্তিতে একটি বন্টননামা দলিল বা বাটোয়ারা চুক্তি করতে হবে। অন্যথায় বিক্রয়, রেজিস্ট্রেশন এবং নামজারি সব প্রক্রিয়াই নিষিদ্ধ। সুপ্রিম কোর্টের নির্দেশে বাংলাদেশ ব্যাংক ও ভূমি...