বগুড়া ইতিহাস চর্চা পরিষদের আন্তর্জাতিক সম্মেলন আয়োজক কমিটির প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। বগুড়ার ঐতিহাসিক গুরুত্বকে বিশ্বময় ছড়িয়ে দিতে কনভেনশন সফল করার লক্ষ্যে নানা সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সোমবার রাতে টিএমএসএস মেডিকেল কলেজের অডিটোরিয়ামে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহা. হাছানাত আলী। সঞ্চালনা করেন বগুড়া ইতিহাস চর্চা পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক সৈয়দ ফজলে রাব্বী ডলার। বক্তব্য রাখেন বগুড়া পৌরসভার সাবেক মেয়র এডভোকেট একেএম মাহবুবুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) নাসিমুল গনি, ডা. এএইচএম মশিহুর রহমান, বগুড়া সরকারি ভান্ডারী মহিলা কলেজের অধ্যক্ষ ড. বেলাল হোসেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. আদনান আরিফ সালিম, সাদুল্ল্যাপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. সাহিদুর রহমান, টিএমএসএস উপ-নির্বাহী পরিচালক ডা. মতিউর রহমান পিএইচডি। সভাপতির বক্তব্যে নওগাঁ বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর ড. হাছানাত আলী বলেন, “ইতিহাস...