বাংলাদেশের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগামী ১৫ অক্টোবর আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। গত ২৯ সেপ্টেম্বর বিসিবি সিরিজের সূচিও ঘোষণা করেছিল। কিন্তু সেই সূচিতে পরিবর্তন এসেছে। এক বিবৃতিতে মঙ্গলবার (০৭ অক্টোবর) বিসিবি জানিয়েছে, ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) সঙ্গে আলোচনার পর এই পরিবর্তন আনা হয়েছে।আরো পড়ুন:বিপিএলসহ তিন বিভাগের দায়িত্বে আমিনুল, ক্রিকেট পরিচালনায় ফাহিমবিসিবির পরিচালক নির্বাচনে আর্থিক লেনদেনের অভিযোগ বিপিএলসহ তিন বিভাগের দায়িত্বে আমিনুল, ক্রিকেট পরিচালনায় ফাহিম তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। চট্টগ্রামে হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। মিরপুরে তিন ওয়ানডে হওয়ার কথা ১৮, ২০ ও ২৩ অক্টোবর। দ্বিতীয় ওয়ানডে একদিন পিছিয়ে সেটি হবে ২১ অক্টোবর। ম্যাচগুলো শুরু হবে দুপুর দেড়টায়। ২৪ অক্টোবর দুই দল চট্টগ্রাম সফর করবে। ২৬, ২৮ ও ৩১ অক্টোবর হওয়ার...