ভারতে ডিজিটাল মাধ্যমে মূল্য পরিশোধের জনপ্রিয় ব্যবস্থা ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেসে (ইউপিআই) আগামী ৮ অক্টোবর থেকে মুখমণ্ডল ও আঙুলের ছাপ শনাক্তকরণ যুক্ত হচ্ছে। এ বিষয়ে সরাসরি অবগত তিন ব্যক্তি মঙ্গলবার (৭ অক্টোবর) রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন। একজন বলেছেন, ভারত সরকারের পরিচালিত আধার কার্ড ব্যবস্থায় সংরক্ষিত বায়োমেট্রিক তথ্য ব্যবহার করে এই সুবিধা যুক্ত হবে। এই সিদ্ধান্ত ভারতের কেন্দ্রীয় আর্থিক প্রতিষ্ঠান রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) সাম্প্রতিক নির্দেশনার পর নেওয়া হয়েছে, যেখানে বিকল্প প্রমাণীকরণ পদ্ধতি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। এর ফলে বর্তমান সংখ্যাসূচক পিন নম্বর ভিত্তিক লেনদেন ব্যবস্থার পরিবর্তন ঘটবে।...