রাজশাহী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী সরকারের হিমাগারে এক তরুণ, কিশোরী ও নারীকে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে রাজশাহীর পবা উপজেলার বায়া এলাকায় সরকার কোল্ড স্টোরেজের অফিস কক্ষে আটকে রেখে তাদের নির্যাতন করা হয়। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা অফিস কক্ষে ভাঙচুর চালায়।আরো পড়ুন:কুমিল্লায় চোর সন্দেহে গাছে বেঁধে নির্যাতন, আটক ১ইলিশ চুরির অভিযোগে ২ শিশুকে হাত-পা বেঁধে নির্যাতন বিক্ষুব্ধ এলাকাবাসী মোহাম্মদ আলী সরকারের ছেলে আহসান উদ্দিন সরকার জিকো (৪৫), মেয়ে আঁখি (৩৫) ও হাবিবাকে (৪০) অফিস কক্ষে অবরুদ্ধ করে রাখেন। পরে সেনাবাহিনীর সহায়তায় এয়ারপোর্ট থানা-পুলিশ তাদের আটক করে নিয়ে যায়। এর আগে, পুলিশ নির্যাতনে আহত তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠায়। ভুক্তভোগী তরুণ (২৭) রাজশাহীর একটি বেসরকারি...