রাজধানীর উত্তরা ৬ নম্বর সেক্টর সংলগ্ন জয়নাল মার্কেট এলাকায় আজ মঙ্গলবার (৭ অক্টোবর) এক উঠান বৈঠকে চাঁদাবাজি নির্মূল ও এলাকার নিরাপত্তা বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতা এম কফিল উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোতালেব হোসেন রতন। সভাপতিত্ব করেন বৃহত্তর উত্তরা থানা বিএনপির সাবেক সহ-সভাপতি আরজ আলী। এছাড়া উত্তরা পূর্ব থানা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোঃ দুলাল সরকারসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তব্যে এম কফিল উদ্দিন আহমেদ বলেন, “আপনারা এক টাকাও কাউকে চাঁদা দেবেন না। যদি কেউ চাঁদা নিতে আসে, আমাদের জানাবেন—আমরা শক্ত হাতে তাদের প্রতিহত করবো।” তিনি আরও বলেন, “কেউ চাঁদা চাইতে আসলে তাকেই ধরে রাখবেন।” অপরাধ ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে সবাইকে...