বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদ স্মৃতি স্মরণে রাজধানীর পলাশী গোলচত্বরে আগ্রাসনবিরোধী আট স্তম্ভ উদ্বোধন করা হয়েছে। এই আগ্রাসনবিরোধী আটটি স্তম্ভ নির্দেশ করে সার্বভৌমত্ব, গণতন্ত্র, গণপ্রতিরক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি, অর্থনৈতিক স্বনির্ভরতা, দেশীয় শিল্প-কৃষি-নদী-বন-বন্দর রক্ষা, সাংস্কৃতিক স্বাধীনতা ও মানবিক মর্যাদা—এই আটটি মৌলিক মূল্যবোধকে। শহীদ আবরারের স্মৃতি ও আগ্রাসনবিরোধী চেতনাকে সমুজ্জ্বল রাখতে ‘শহীদ আবরার ফাহাদ স্মৃতি স্মরণে পলাশী গোলচত্বরে আগ্রাসনবিরোধী আট স্তম্ভ নির্মাণ ও পলাশী ইন্টারসেকশন উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এই স্তম্ভ নির্মাণ কার্যক্রম বাস্তবায়ন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, আটটি স্তম্ভের অবয়বের চেয়ে এতে লিপিবদ্ধ বিষয়বস্তুর গুরুত্ব অনেক বেশি। এই শব্দগুলোর বাস্তবায়নের মাধ্যমেই এ বদ্বীপের প্রকৃত স্বাধীনতা অর্জিত হবে। আরও পড়ুনবনশ্রীতে রহস্যময় পরিবার, ৫ বছর ধরে...