০৭ অক্টোবর ২০২৫, ০৭:০৭ পিএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ০৭:০৭ পিএম প্রিমিয়ার লিগে ফিরে আসার আগ্রহের কথা প্রকাশ করেছিলেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। কিন্তু আপাতত সেই আগ্রহকে সরিয়ে বায়ার্ন মিউনিখেই আরো কিছুদিন থাকার বিষয়টি বিবেচনা করছেন এই ইংলিশ তারকা। বায়ার্নে এবারের মৌসুমে দুর্দান্ত সূচনা করেছেন কেইন। ইতোমধ্যেই জার্মান চ্যাম্পিয়নদের হয়ে সব ধরনের প্রতিযোগিতায় ১০ ম্যাচে করেছেন ১৮ গোল। ৩২ বছর বয়সী এই তারকা স্ট্রাইকার বায়ার্নের ক্যারিয়ারে এ পর্যন্ত ১০৬ ম্যাচে করেছেন ১০৩ গোল। ২০২৭ সাল পর্যন্ত মিউনিখের সাথে তার চুক্তি রয়েছে। নতুন চুক্তির বিষয়ে সম্ভাব্য আলোচনার বিষয়েও ইতিবাচক মনোভাব পোষন করেছেন কেইন। এই মুহূর্তে ওয়েলসের বিপক্ষে প্রীতি ম্যাচ ও লাটভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচকে সামনে রেখে ইংল্যান্ড জাতীয় দলে যোগ দিয়েছেন কেইন। বায়ার্নের চুক্তি প্রসঙ্গে কেইন বলেছেন, ‘দীর্ঘদিন এই...