ফেনীর ছাগলনাইয়ায় একটি অ্যাম্বুলেন্স থেকে ডাকাতির সরঞ্জাম জব্দ ও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৭ অক্টোবর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ‘নিউ উপশম জেনারেল হাসপাতাল, ফেনী’ নাম লেখা একটি অ্যাম্বুলেন্স জব্দ করা হয়। পুলিশ সূত্র জানায়, আজ ভোরে হাইওয়ে পুলিশের টহল দল মুহুরীগঞ্জ এলাকায় পিএইচপির সামনে একটি অ্যাম্বুলেন্সকে সন্দেহ করে। পুলিশ কাছে যেতেই তিনজন ব্যক্তি গাড়ি থেকে নেমে পালিয়ে যান। তবে গাড়িতে থাকা অপর তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। তল্লাশি চালিয়ে অ্যাম্বুলেন্স থেকে তিনটি ছুরি, একটি রশি ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মো. রিফাত (২২), লক্ষ্মীপুর গ্রামের মো. রাসেল (২৩) এবং একই গ্রামের মো. শাহাদাত। এদের মধ্যে রিফাত সিএনজিচালক...