ডিসপ্লে ব্যাটারি খরচের সবচেয়ে বড় উৎস। তাই স্ক্রিনের উজ্জ্বলতা চোখে আরামদায়ক রাখুন, অযথা বেশি উজ্জ্বলতা দেবেন না। এছাড়া অটো-লক বা স্ক্রিন টাইমআউট কমিয়ে রাখুন। এতে ব্যাটারি অনেক সময় বাঁচবে। অনেক অ্যাপ ব্যবহার না করলেও ব্যাকগ্রাউন্ডে চালু থাকে, যা ব্যাটারি শেষ করে দেয়। ফোনের সেটিংস → ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ এ গিয়ে অপ্রয়োজনীয় অ্যাপগুলো বন্ধ করে দিন। সব অ্যাপকে লোকেশন ব্যবহার করার অনুমতি না দিয়ে, শুধু প্রয়োজনে ব্যবহার করুন। সেটিংস...