ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়ার পর মুক্তি পাওয়া ডাচ কর্মীরা ফিলিস্তিনে অবরোধবিরোধী মানবিক ত্রাণযাত্রায় অংশ নেওয়ার কারণে ইসরায়েলের বিরুদ্ধে ‘পদ্ধতিগত নির্যাতন’ ও ‘সমষ্টিগত শাস্তি’র অভিযোগ তুলেছেন। তারা বলেন, আন্তর্জাতিক জলসীমায় শান্তিপূর্ণভাবে যাত্রা করার সময় তাদের নৌবহরে হামলা চালিয়ে অপহরণ করা হয়, এরপর ইসরায়েলি কারাগারে অমানবিক নির্যাতন চালানো হয়। স্পেন হয়ে নেদারল্যান্ডসে ফেরত আসা চারজন ডাচ কর্মী অ্যামস্টারডাম বিমানবন্দরে পৌঁছে তাদের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান। নেদারল্যান্ডসের মাদ্রিদ দূতাবাসের সহায়তায় তারা মুক্তি পান। “আমাদের আন্তর্জাতিক জলসীমা থেকে ইসরায়েলি সৈন্যরা অপহরণ করে। আমরা যখন গাজার অবৈধ অবরোধ ভাঙতে যাচ্ছিলাম, তখন তারা আমাদের নৌকায় ঝাঁপিয়ে পড়ে। আমাদের প্রচণ্ড রোদে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখে—খাবার, পানি বা চিকিৎসা কিছুই দেয়নি। কয়েকজনকে পিটিয়েও ছিল। পরে আমাদের কারাগারে নিয়ে যাওয়া হয়।” “এটা ছিল পরিকল্পিত অপমান। ওরা আমাদের...